গণনা পুস্তক 31:41 - বাংলা সমকালীন সংস্করণ41 মোশি এই রাজস্ব নিয়ে, সদাপ্রভুর প্রাপ্য বলে যাজক ইলিয়াসরকে দিলেন, যেমন সদাপ্রভু মোশিকে বলেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 মাবুদ মূসাকে যেমন হুকুম করলেন, সেই অনুসারে মূসা সেই কর অর্থাৎ মাবুদের উত্তোলনীয় উপহার ইমাম ইলিয়াসরকে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 প্রভু পরমেশ্বর মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন সেই অনুসারে মোশি প্রভু পরমেশ্বরের প্রাপ্য কর অর্থাৎ প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদনের জন্য অর্ঘ্যরূপে পুরোহিত ইলিয়াসরকে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 সদাপ্রভু মোশিকে যেমন আজ্ঞা করিলেন, তদনুসারে মোশি সেই কর অর্থাৎ সদাপ্রভুর উত্তোলনীয় উপহার ইলিয়াসর যাজককে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 প্রভু মোশিকে যেমন আদেশ করেছিলেন সেই আদেশমতোই তিনি যাজক ইলিয়াসর প্রভুর জন্য ঐ সকল উপহার সামগ্রী দিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী41 মোশি সেই কর সদাপ্রভুর কাছে উপহার হিসাবে উপস্থিত করলেন। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিলেন, সেই অনুসারে তিনি এগুলি ইলীয়াসর যাজককে দিলেন। অধ্যায় দেখুন |