গণনা পুস্তক 31:17 - বাংলা সমকালীন সংস্করণ17 এখন সব কিশোরকে বধ করো। পুরুষের সঙ্গে শায়িতা সব স্ত্রীলোককেও বধ করো, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 অতএব তোমরা এখন বালক-বালিকাদের মধ্যে সমস্ত বালককে হত্যা কর এবং শয়নে পুরুষের পরিচয় পেয়েছে এমন সমস্ত স্ত্রীলোককেও হত্যা কর; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 সুতরাং তোমরা এই বালকবালিকাদের মধ্যে সমস্ত বালককে বধ কর এবং যে সব নারী পুরুষ-সংসর্গের অভিজ্ঞতা লাভ করেছে তাদের সকলকে বধ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 অতএব তোমরা এখন বালকবালিকাদের মধ্যে সমস্ত বালককে বধ কর, এবং শয়নে পুরুষের পরিচয় প্রাপ্ত সমস্ত স্ত্রীলোককেও বধ কর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 এখন সমস্ত মিদিয়নীয় ছেলেদের হত্যা করো। সমস্ত মিদিয়নীয় স্ত্রীলোকদের হত্যা করো যাদের কোনো না কোনো পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 অতএব তোমরা এখন বালক বালিকাদের মধ্যে সমস্ত বালককে হত্যা কর এবং পুরুষের সঙ্গে শোয়া সমস্ত স্ত্রীলোককেও হত্যা কর। অধ্যায় দেখুন |