গণনা পুস্তক 28:5 - বাংলা সমকালীন সংস্করণ5 তার সঙ্গে শস্য-নৈবেদ্য হিসেবে, এক ঐফার এক-দশমাংশ মিহি ময়দা, এক হিনের এক-চতুর্থাংশ নিষ্পেষিত জলপাই তেলের সঙ্গে মিশ্রিত করে দিতে হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর শস্য-উৎসর্গের জন্য এক হিনের চার ভাগের এক ভাগ ছেঁচা জলপাইয়ের তেল এক ঐফার দশ ভাগের এক ভাগ সুজির সঙ্গে মিশাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এক এফার দশ ভাগের এক ভাগ ময়দার সঙ্গে এক হিনের সিকি ভাগ উদুখলে তৈরী তেল মিশিয়ে ভোগ প্রস্তুত করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর ভক্ষ্য-নৈবেদ্যের জন্য হিনের চতুর্থাংশ উখলিতে প্রস্তুত তৈলে মিশ্রিত ঐফার দশমাংশ সূজি দিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 এছাড়াও 1 কোয়ার্ট অলিভ তেলের সঙ্গে 8 কাপ খুব মিহি ময়দা মিশ্রিত করে দানাশস্যের নৈবেদ্যও দাও।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 তোমরা ভক্ষ্য নৈবেদ্যের জন্য হিনের চার ভাগের এক ভাগ উখলিতে তৈরী তেলে মেশানো ঐফার দশ ভাগের এক ভাগ সূজি দেবে। অধ্যায় দেখুন |