গণনা পুস্তক 26:64 - বাংলা সমকালীন সংস্করণ64 মোশি ও যাজক হারোণ, সীনয় মরুভূমিতে, যে ইস্রায়েলীদের গণনা করেছিলেন, এই গণিত লোকদের মধ্যে তাদের একজনও অন্তর্ভুক্ত ছিল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস64 কিন্তু মূসা ও ইমাম হারুন যখন সিনাই মরুভূমিতে বনি-ইসরাইলকে গণনা করেছিলেন, তখন যাদেরকে তাঁরা গণনা করেছিলেন, তাদের এক জনও এদের মধ্যে ছিল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)64 মোশি ও পুরোহিত হারোণ যখন সিনাই প্রান্তরে ইসরায়েলীদের গণনা করেছিলেন, তখন যারা তাঁদের তালিকাভুক্ত হয়েছিল তাদের একজনও এই গণনার অন্তর্ভুক্ত হয় নি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)64 কিন্তু মোশি ও হারোণ যাজক যখন সীনয় প্রান্তরে ইস্রায়েল-সন্তানগণকে গণনা করিয়াছিলেন, তখন যাহারা তাঁহাদের কর্ত্তৃক গণিত হইয়াছিল, তাহাদের এক জনও ইহাদের মধ্যে ছিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল64 কিন্তু বহু বছর আগে সীনয় মরুভূমিতে মোশি এবং যাজক হারোণ যখন ইস্রায়েলের সমস্ত লোকদের গণনা করেছিলেন তখন যারা গণিত হয়েছিল তাদের একজনও এর মধ্যে ছিল না। ঐ সব লোকদের আর কেউই জীবিত ছিলেন না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী64 কিন্তু মোশি ও হারোণ যাজক যখন সীনয় মরুপ্রান্তে ইস্রায়েল সন্তানদের গণনা করেছিলেন, তখন যাদের তাঁদের কর্তৃত্বে গণনা করা হয়েছিল, তাঁদের একজনও এদের মধ্যে ছিল না। অধ্যায় দেখুন |