গণনা পুস্তক 22:1 - বাংলা সমকালীন সংস্করণ1 তারপর ইস্রায়েলীরা মোয়াব দেশের সমতলে যাত্রা করল এবং যিরীহোর অন্য পাশে, জর্ডন বরাবর ছাউনি স্থাপন করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 পরে বনি-ইসরাইলরা যাত্রা করে জেরিকোর নিকটস্থ জর্ডানের ওপারে মোয়াবের উপত্যকায় শিবির স্থাপন করলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 ইসরায়েলীরা এগিয়ে চলল। যিরিহোর কাছে জর্ডনের ওপারে মোয়াবের উপত্যকা অঞ্চলে গিয়ে শিবির স্থাপন করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 পরে ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিয়া যিরীহোর নিকটস্থিত যর্দ্দনের পরপারে মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 এরপর ইস্রায়েলের লোকরা মোয়াবের যর্দন উপত্যকার দিকে এগোতে শুরু করল। যিরীহো থেকে অপরপারে যর্দন নদীর কাছে তারা শিবির স্থাপন করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 ইস্রায়েল সন্তানরা যাত্রা করে যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পরপারে মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করল। অধ্যায় দেখুন |