Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 16:6 - বাংলা সমকালীন সংস্করণ

6 কোরহ, তুমি ও তোমার অনুগামী সবাই এই কাজ করো, অঙ্গারধানী নাও

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 হে কারুন ও কারুনের দলের সকলে, এক কাজ কর;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কোরহ্, তুমি ও তোমার দলের লোকেরা বরং এক কাজ কর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 হে কোরহ ও কোরহের দলস্থ সকলে, এক কর্ম্ম কর;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 সুতরাং কোরহ তুমি এবং তোমার অনুসরণকারী এই কাজ করবে:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 হে কোরহ ও কোরহের দলের সকলে, এক কাজ কর; তোমরা ধুনুচি নাও

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 16:6
7 ক্রস রেফারেন্স  

হারোণের ছেলে নাদব ও অবীহূ তাদের ধূপাধার নিল, এবং তাতে ধূপ দিয়ে আগুন সংযোগ করল ও সদাপ্রভুর সামনে অসমর্থিত আগুন উৎসর্গ করল, যা তাঁর আজ্ঞার পরিপন্থী।


তিনি কোরহ ও তার অনুগামীদের বললেন, “সকালবেলায় সদাপ্রভু প্রকাশ করবেন, কে তাঁর অধিকারভুক্ত এবং কে পবিত্র। তিনি সেই ব্যক্তিকে তাঁর নিকটবর্তী করবেন। যে ব্যক্তিকে তিনি মনোনীত করেন, সেই তাঁর নিকটবর্তী হবে।


এবং আগামীকাল তার মধ্যে আগুন ও ধূপ দিয়ে, সদাপ্রভুর সামনে নিবেদন করো। যে ব্যক্তিকে সদাপ্রভু মনোনীত করেন, সেই ব্যক্তি পবিত্র গণ্য হবে। লেবীয়রা, তোমাদের স্পর্ধা সীমা ছাড়িয়ে গেছে!”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন