Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 13:6 - বাংলা সমকালীন সংস্করণ

6 যিহূদা গোষ্ঠী থেকে যিফূন্নির ছেলে কালেব;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 শিমিয়োন-বংশের মধ্যে যিফুন্নির পুত্র কালুত;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 যিহুদা গোষ্ঠী থেকে যিফুন্নির পুত্র কালেব,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 যিহূদা বংশের মধ্যে যিফুন্নির পুত্র কালেব;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 যিহূদার পরিবারগোষ্ঠী থেকে যিফুন্নির পুত্র কালেব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 যিহূদা বংশের মধ্যে যিফুন্নির ছেলে কালেব;

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 13:6
16 ক্রস রেফারেন্স  

“তাদের নামগুলি হবে: “যিহূদা গোষ্ঠী থেকে, যিফূন্নির ছেলে কালেব।


নূনের ছেলে যিহোশূয় এবং যিফূন্নির ছেলে কালেব, যাঁরা দেশ নিরীক্ষণ করেছিলেন, নিজেদের বস্ত্র চিরলেন,


তোমাদের মধ্যে একজন ব্যক্তিও সেই দেশে প্রবেশ করবে না, যা তোমাদের বাসভূমি হবে বলে আমি হস্ত উত্তোলন পূর্বক শপথ করেছিলাম। শুধুমাত্র যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় হবে ব্যতিক্রম।


তখন কালেব, মোশির সামনে তাঁদের শান্ত করে বলল, “আমাদের উচিত, উঠে গিয়ে সেই দেশ অধিকার করা, কারণ সেই শক্তি আমাদের অবশ্যই আছে।”


যিফূন্নির ছেলে কালেবের ছেলেরা: ঈরূ, এলা ও নয়ম। এলার ছেলে: কনস।


কারণ সদাপ্রভু সেই ইস্রায়েলীদের বলেছিলেন যে তারা নিশ্চিতরূপেই প্রান্তরে মারা যাবে। তাই যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া, তাদের একজনও অবশিষ্ট ছিল না।


কিন্তু, যেহেতু আমার সেবক কালেবের অন্তরে এক ভিন্নতর আত্মা আছে এবং যে সর্বান্তঃকরণে আমার অনুগামী হয়েছে, তাই যে দেশে সে গিয়েছিল, আমি তাকে সেই দেশে নিয়ে যাব এবং তাঁর বংশধরেরা সেই দেশ অধিকার করবে।


যারা দেশ পরিক্রমা করতে গিয়েছিল, তাদের মধ্যে কেবল নূনের ছেলে যিহোশূয় ও যিফূন্নির ছেলে কালেব অবশিষ্ট রইলেন।


শিমিয়োন গোষ্ঠী থেকে হোরির ছেলে শাফট;


ইষাখর গোষ্ঠী থেকে যোষেফের ছেলে যিগাল;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন