গণনা পুস্তক 13:30 - বাংলা সমকালীন সংস্করণ30 তখন কালেব, মোশির সামনে তাঁদের শান্ত করে বলল, “আমাদের উচিত, উঠে গিয়ে সেই দেশ অধিকার করা, কারণ সেই শক্তি আমাদের অবশ্যই আছে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 আর কালুত মূসার সাক্ষাতে লোকদেরকে ক্ষান্ত করার জন্য বললেন, এসো, আমরা একেবারে উঠে গিয়ে দেশ অধিকার করি; কেননা আমরা তা জয় করতে সমর্থ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 তখন মোশি সামনে জনতাকে থামিয়ে দিয়ে কালেব বললেন, চল, আমরা এখনই গিয়ে সেই দেশ দখল করি, সে দেশ জয় করার ক্ষমতা আমাদের আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 আর কালেব মোশির সাক্ষাতে লোকদিগকে ক্ষান্ত করণার্থে কহিলেন, আইস, আমরা একেবারে উঠিয়া গিয়া দেশ অধিকার করি; কেননা আমরা উহা জয় করিতে সমর্থ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 মোশির কাছে যারা বসেছিল, কালেব তখন তাদের চুপ করতে বলল। তারপর কালেব বলল, “আমরা ওপরে যাবো এবং ঐ জায়গা আমাদের জন্য অধিকার করব। আমরা সহজেই ঐ জায়গা অধিকার করতে পারবো।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 তখন কালেব মোশির সাক্ষাৎে লোকদেরকে উত্সাহ করার জন্য বললেন, “এস, আমরা একেবারে উঠে গিয়ে দেশ অধিকার করি; কারণ আমরা সেটা জয় করতে সমর্থ।” অধ্যায় দেখুন |