গণনা পুস্তক 1:52 - বাংলা সমকালীন সংস্করণ52 ইস্রায়েলীরা তাদের নিজের তাঁবু, শ্রেণী অনুসারে প্রত্যেকজন তার নিজস্ব ছাউনিতে, নিজেরাই পতাকার তলায় স্থাপন করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস52 আর বনি-ইসরাইল নিজ নিজ সৈন্য অনুসারে নিজ নিজ শিবিরে নিজ নিজ নিশানের কাছে শিবির স্থাপন করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)52 ইসরায়েলীরা দলবদ্ধভাবে নিজেদের গোষ্ঠীর পতাকাতলে নিজেদের ছাউনি ফেলবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)52 আর ইস্রায়েল-সন্তানগণ আপন আপন সৈন্য অনুসারে আপন আপন শিবিরে আপন আপন পতাকার সমীপে সন্নিবেশিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল52 ইস্রায়েলের লোকরা তাদের আলাদা গোষ্ঠীতে শিবির স্থাপন করবে। প্রত্যেক ব্যক্তি তার পারিবারিক পতাকার কাছাকাছি থাকবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী52 যখন ইস্রায়েল সন্তানেরা তাদের তাঁবু স্থাপন করবে, প্রত্যেক ব্যক্তি তার শিবিরের পতাকার সামনে আসবে। অধ্যায় দেখুন |