উপ 7:22 - বাংলা সমকালীন সংস্করণ22 কারণ তুমি তোমার নিজের হৃদয় জানো অনেকবার তুমি নিজেই অন্যকে অভিশাপ দিয়েছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 কেননা তুমিও অন্যকে পুনঃ পুনঃ বদদোয়া দিয়েছ, তা তোমার মন জানে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কিন্তু তুমি জান যে, নিজেও তুমি বারবার নিন্দা করেছ অনেকের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কেননা তুমিও অন্যকে পুনঃ পুনঃ শাপ দিয়াছ, তাহা তোমার মন জ্ঞাত আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 এবং তুমি জান যে তুমি নিজেও অনেক সময় অন্যদের বদনাম করেছ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 একইভাবে, তুমি নিজেকে জান কি তোমার হৃদয়ে আছে, তুমি প্রায়ই অন্যকে অভিশাপ দাও। অধ্যায় দেখুন |