উপ 6:8 - বাংলা সমকালীন সংস্করণ8 বোকার চেয়ে জ্ঞানীর সুবিধা কী? অন্যদের সামনে কীভাবে চলতে হবে তা জানলে একজন গরিবের কী লাভ হয়? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 বস্তুত হীনবুদ্ধির চেয়ে জ্ঞানবানের বিশেষ সুবিধা কি? আর জীবিতদের সাক্ষাতে চলতে জানে এমন দুঃখী লোকেরই বা কি উৎকর্ষ? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 মূর্খের চেয়ে জ্ঞানবান এমন বেশী কি পায়? আদর্শ জীবন যাপন করেই বা কি লাভ হয় দরিদ্রের? এ-ই বা কেমন কথা! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 বস্তুতঃ হীনবুদ্ধি অপেক্ষা জ্ঞানবানের কি উৎকর্ষ? আর জীবিতদের সাক্ষাতে চলিতে জানে এমন দুঃখী লোকেরই বা কি উৎকর্ষ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 এই বিষয়ে একজন জ্ঞানী ও মূর্খের মধ্যে কোন তফাৎ নেই। এর চেয়ে একজন গরীব মানুষ হওয়াও ভাল যে জানে কিভাবে জীবনকে মেনে নিতে হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 বাস্তবে, বোকা লোকের থেকে জ্ঞানী লোকের কি লাভ? গরিব লোকের কি সুবিধা থাকে এমনকি যদিও সে জানে অন্য লোকের সামনে কিরকম ব্যবহার করতে হয়? অধ্যায় দেখুন |