উপ 3:18 - বাংলা সমকালীন সংস্করণ18 আমি আরও নিজে মনে মনে বললাম, “মানুষের ক্ষেত্রে, ঈশ্বর তাদের পরীক্ষা করেন যেন তারা দেখতে পায় তারা পশুদেরই মতো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আমি মনে মনে বললাম, বনি-আদমকে আল্লাহ্ পরীক্ষা করেন, যেন তারা দেখতে পায় যে, তারা নিজেই পশুর মত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 আমি এলাম আরও এক সিদ্ধান্তে, নানান পরীক্ষার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের দেখাতে চান আমরা নিছক পশু মাত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আমি মনে মনে কহিলাম, ইহা মনুষ্য-সন্তানদের নিমিত্ত হইতেছে, যেন ঈশ্বর তাহাদের পরীক্ষা করেন, আর যেন তাহারা দেখিতে পায় যে, তাহারা নিজেই পশুবৎ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 মানুষ একে অন্যের সঙ্গে যা যা করে সেই বিষয়ে আমি ভেবেছিলাম এবং আমি নিজেকে বলেছিলাম, “ঈশ্বর মানুষকে পশুর মতোই দেখতে চান।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আমি মনে মনে বললাম, “ঈশ্বর মানুষের পরীক্ষা করলেন তাদের দেখাতে যে তারা পশুদের মত।” অধ্যায় দেখুন |