উপ 2:19 - বাংলা সমকালীন সংস্করণ19 আর কে জানে সেই লোক জ্ঞানী না বুদ্ধিহীন হবে? তবুও সেই আমার পরিশ্রমের সব ফল নিয়ন্ত্রণ করবে, যার জন্য আমি সূর্যের নিচে সমস্ত প্রচেষ্টা ও দক্ষতা ঢেলেছি। এটাও অসার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর সে জ্ঞানবান হবে, কি হীনবুদ্ধি হবে, তা কে জানে? কিন্তু আমি সূর্যের নিচে যে পরিশ্রম করে প্রজ্ঞা দেখাতাম, সেসব পরিশ্রমের ফলাধিকারী সে হবে; এও অসার। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 কে জানে সেই উত্তরপুরুষ কেমন হবে? জ্ঞানী অথবা মূর্খ? তথাপি প্রজ্ঞা ও পরিশ্রমে আমি যা কিছু করেছি অর্জন, সে-ই হবে তার মালিক। হায়, এতে আমার করার কিছুই নেই! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর সে জ্ঞানবান হইবে, কি হীনবুদ্ধি হইবে, তাহা কে জানে? কিন্তু আমি সূর্য্যের নীচে যে শ্রমে পরিশ্রম করিয়া জ্ঞান দেখাইতাম, সেই সকল পরিশ্রমের ফলাধিকারী সে হইবে; ইহাও অসার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 আমি যা কিছু শিখেছি এবং যা কিছু কাজ করেছি তা অন্য কোন লোক নিয়ন্ত্রণ করবে। এমনকি আমি এটাও জানতে পারব না যে সে জ্ঞানী হবে কি মূর্খ। এটাও অসার। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 এবং কে জানে সে জ্ঞানী মানুষ হবে না বোকা হবে? তবুও সে সমস্ত কিছুর উপরে মালিক হবে যা কিছু সূর্য্যের নিচে আছে যা আমার কাজ এবং জ্ঞান গড়া হবে। এটাও হল বাষ্প। অধ্যায় দেখুন |