Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




উপ 12:8 - বাংলা সমকালীন সংস্করণ

8 উপদেশক বললেন, “অসার! অসার! সবকিছুই অসার!”

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 হেদায়েতকারী বলছেন, অসারের অসার, সকলই অসার।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 উপদেশক তাই বলছেন, সবই দুর্বোধ্য, সব হেঁয়ালি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 উপদেশক কহিতেছেন, অসারের অসার, সকলই অসার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 সব কিছুই অর্থহীন, উপদেশক বলেছেন সবই সময়ের অপচয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 শিক্ষক বলেছেন, “অসারের অসার,” সব কিছুই অসার।

অধ্যায় দেখুন কপি




উপ 12:8
10 ক্রস রেফারেন্স  

উপদেশক বলেন, “অসার! অসার! অসারের অসার! সকলই অসার।”


বাতাসকে যেমন ধরে রাখবার ক্ষমতা কারও নেই, তেমনি মৃত্যুর সময়ের উপরে কারও হাত নেই। যুদ্ধের সময় যেমন কেউ ছুটি পায় না, তেমনি দুষ্টতা কাউকে ছাড়ে না যে তা অভ্যাস করে।


সেই অল্প ও অর্থহীন দিনগুলি ছায়ার মতো কাটাবার সময় মানুষের জীবনকালে তার জন্য কী ভালো তা কে জানে? সেগুলি চলে গেলে সূর্যের নিচে কী ঘটবে তা কে তাদের বলতে পারবে?


আর আমি দেখলাম একজনের প্রতি হিংসার দরুনই মানুষ সব পরিশ্রম করে এবং সফলতা লাভ করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।


সুতরাং আমি জীবনকে ঘৃণা করলাম, কারণ সূর্যের নিচে যে কাজ করা হয় সেগুলি আমার কাছে দুঃখজনক মনে হল। সবকিছুই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।


সূর্যের নিচে যা কিছু হয় তা সবই আমি দেখেছি; সে সকলই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।


সাধারণ মানুষ নিঃশ্বাসমাত্র, সম্ভ্রান্ত মানুষ মিথ্যাতুল্য। যদি দাঁড়িপাল্লায় মাপা যায়, তারা কিছুই নয়; একত্রে তারা সামান্য নিঃশ্বাস।


উপদেশকের কথা; তিনি দাউদের ছেলে, জেরুশালেমের রাজা:


আমি, উপদেশক, জেরুশালেমে ইস্রায়েলের উপরে রাজা ছিলাম।


তারপর আমি প্রজ্ঞা এবং উন্মত্ততা ও মূর্খতা বুঝবার চেষ্টা করলাম, কিন্তু আমি বুঝতে পারলাম যে তাও বাতাসের পিছনে দৌড়ানো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন