ইয়োব 9:30 - বাংলা সমকালীন সংস্করণ30 আমি যদিও সাবান দিয়ে নিজেকে ধুয়ে ফেলি ও পরিষ্কার করার সোডা দিয়ে আমার হাত পরিষ্কার করি, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 যদি সাবান দিয়ে শরীর মার্জন করি, যদি ক্ষার দিয়ে হাত পরিষ্কার করি, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30-31 কোন সাবানই আমার পাপ ধুতে পারবে না। ঈশ্বর আমাকে আবর্জনাকুণ্ডে নিক্ষেপ করেছেন, আমার নিজের বস্ত্রও আমাকে ঘৃণা করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 যদ্যপি হিমজলে গাত্র মার্জ্জন করি, যদ্যপি ক্ষার দিয়া হস্ত পরিষ্কার করি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 যদি আমি নিজেকে তুষার দিয়ে ধুয়ে ফেলি এবং সাবান দিয়ে আমার হাত পরিষ্কার করি, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 যদি আমি নিজেকে বরফ জলে ধুই এবং আমার হাতকে চিরকালের মত সাবান দিয়ে পরিষ্কার করি। অধ্যায় দেখুন |