ইয়োব 9:14 - বাংলা সমকালীন সংস্করণ14 “কীভাবে তবে আমি তাঁর সাথে বাদানুবাদ করব? কীভাবে আমি তাঁর সঙ্গে তর্ক করার জন্য শব্দ খুঁজে পাব? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তবে আমি কিভাবে তাঁকে উত্তর দেব? কেমন করে কথা বেছে তাঁকে বলবো? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তাহলে আমি কি করে তাঁকে উত্তর দেব? কেমন করে তাঁর সঙ্গে তর্ক করব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তবে আমি কি প্রকারে তাঁহাকে উত্তর দিব? কেমন করিয়া কথা বাছিয়া তাঁহাকে কহিব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তাই আমি ঈশ্বরের সঙ্গে তর্ক করতে পারি না। আমি জানি না তাঁকে কি বলতে হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 আমি তাঁকে কত কম উত্তর দিতে পারি, আমি কেমন করে কথা বাছব তাঁর সঙ্গে তর্ক বিতর্ক করার জন্য? অধ্যায় দেখুন |