ইয়োব 8:19 - বাংলা সমকালীন সংস্করণ19 নিঃসন্দেহে তার প্রাণ শুকিয়ে যায়, ও সেই মাটি থেকে অন্যান্য চারাগাছ উৎপন্ন হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 দেখ, এই তার সুখের পথগুলো; পরে ধূলি থেকে অন্যেরা উঠবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 এই টুকুর মধ্যেই দুষ্টের আনন্দ, তারপরে অন্যেরা এসে তাদের জায়গা দখল করে নেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 দেখ, এই তাহার পথের আমোদ; পরে ধূলি হইতে অন্যেরা উঠিবে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কিন্তু গাছটি যতদিন বেঁচে ছিল ততদিন জীবন উপভোগ করছিল এবং অন্যান্য গাছগুলো এর জায়গায় জন্মাবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 দেখ, এই হয় সেই রকম ব্যক্তির আচরণের আনন্দ, অন্য উদ্ভিদ সেই একই মাটি থেকে অঙ্কুরিত হবে তার জায়গায়। অধ্যায় দেখুন |