Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 6:30 - বাংলা সমকালীন সংস্করণ

30 আমার ঠোঁটে কি কোনও দুষ্টতা আছে? আমার মুখ কি বিদ্বেষ ঠাহর করতে পারে না?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 আমার জিহ্বাতে কি অন্যায় আছে? আমার রসনা কি ভাল-মন্দের স্বাদ বোঝে না?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

30 কিন্তু তোমরা কি ভাবছ আমি মিথ্যা কথা বলছি? হারিয়ে ফেলেছি ভালমন্দের বিচার করার ক্ষমতা?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 আমার জিহ্বাতে কি অন্যায় আছে? আমার রসনা কি বিপাকের স্বাদ বুঝে না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 আমি মিথ্যা বলছি না। আমি কি পচা জিনিসের স্বাদ বুঝি না?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 আমার জিভে কি কোন মন্দতা আছে? আমার মুখ কি খারাপ জিনিস সনাক্ত করতে পারে না?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 6:30
8 ক্রস রেফারেন্স  

কান কি শব্দ পরখ করে না যেভাবে জিভ খাদ্যের স্বাদ চাখে?


বিস্বাদ খাদ্য কি বিনা লবণে খাওয়া যায়? বা ম্যালোর রসে কি কোনও স্বাদ আছে?


কিন্তু প্রাপ্তবয়স্ক লোকদের প্রয়োজন কঠিন খাবার, যারা সবসময় অনুশীলনের মাধ্যমে ভালো ও খারাপের মধ্যে প্রভেদ নির্ণয় করতে নিজেদের অভ্যস্ত করে তুলেছে।


জিভ যেভাবে খাদ্যের স্বাদ যাচাই করে কানও সেভাবে কথার পরীক্ষা করে।


তিনি সেটি চিনতে পেরে বললেন, “এটি আমার ছেলেরই আলখাল্লা! কোনো হিংস্র জন্তু তাকে গিলে ফেলেছে। যোষেফকে নিশ্চয় টুকরো টুকরো করে ফেলা হয়েছে।”


তুমি ঈশ্বরকে বলেছ, ‘আমার বিশ্বাস অটুট ও তোমার দৃষ্টিতে আমি নির্মল।’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন