ইয়োব 6:21 - বাংলা সমকালীন সংস্করণ21 এখন তোমরাও প্রমাণ দিয়েছ যে তোমরা কোনও কাজের নও; তোমরা ভয়ংকর কিছু দেখে ভয় পেয়েছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 বস্তুত এখন তোমরা কিছুই নও; ত্রাস দেখে ভয় পেয়েছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তোমরাও আজ আমার কাছে ঐ স্রোতস্বিনীর মত, আমার দুর্দশা দেখে তোমরা ভয়ে পিছিয়ে যাচ্ছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 বস্তুতঃ এখন তোমরা কিছুই নও; ত্রাস দেখিয়া ভয় পাইয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 এখন, তুমি সেই সব ঝর্ণার মত। আমার দুর্দশা দেখে তুমি ভীত হয়েছো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 কারণ এখন তোমরা বন্ধুরা আমার কাছে কিছুই নও; তোমরা আমার ভয়ঙ্কর অবস্থা দেখেছ এবং ভয় পেয়েছ। অধ্যায় দেখুন |