ইয়োব 5:24 - বাংলা সমকালীন সংস্করণ24 তুমি জানবে যে তোমার তাঁবু নিরাপদ; তুমি তোমার সম্পত্তির পরিমাণ যাচাই করবে ও দেখবে একটিও হারায়নি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর তুমি জানবে, তোমার তাঁবু শান্তিযুক্ত, তুমি তোমার নিবাসে খোঁজ করলে দেখবে, কিছুই হারায় নি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তোমার বাসগৃহ হবে নিরাপদ তোমার পশুপালের একটিও হবে না বিনষ্ট। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর তুমি জানিবে, তোমার তাম্বু শান্তিযুক্ত, তুমি তোমার নিবাসের তত্ত্ব করিলে দেখিবে, কিছুই হারায় নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তুমি জানবে যে তোমার বাড়ি শান্তিতে আছে। তোমার সম্পত্তির হিসাব করে দেখবে কোন কিছুই খোয়া যায় নি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 তুমি জানবে যে তোমার তাঁবু নিরাপত্তায় আছে; তুমি তোমার ভেড়ার পাল দেখতে যাবে এবং দেখবে কিছুই হারায়নি। অধ্যায় দেখুন |