ইয়োব 41:21 - বাংলা সমকালীন সংস্করণ21 তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠে, ও তার মুখ থেকে আগুনের শিখা উড়ে আসে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তার নিশ্বাসে অঙ্গার জ্বলে উঠে, তার মুখ থেকে আগুনের শিখা বের হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তার নিঃশ্বাসে অঙ্গার জ্বলে ওঠে মুখ থেকে নির্গত হয় অগ্নিশিখা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তাহার নিঃশ্বাসে অঙ্গার জ্বলিয়া উঠে, তাহার মুখ হইতে অগ্নিশিখা বাহির হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 লিবিয়াথনের নিঃশ্বাসে কয়লা জ্বলে যায়, ওর মুখ থেকে আগুনের শিখা বার হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তার নিঃশ্বাসে কয়লা জ্বলে ওঠে; তার মুখ থেকে আগুন বের হয়। অধ্যায় দেখুন |