Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 40:15 - বাংলা সমকালীন সংস্করণ

15 “বহেমোতের দিকে তাকাও, তাকে আমি তোমার সাথেই তৈরি করেছি ও বলদের মতো সেও তৃণভোজী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও নির্মাণ করেছি; সে গরুর মতই ঘাস খায়।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 বেহেমোৎকে দেখ, আমি তোমার মত, তাকেও সৃষ্টি করেছি। বৃষের মত সেও তৃণভোজী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 বহেমোৎকে দেখ, আমি তোমার সহিত তাহাকেও নির্ম্মাণ করিয়াছি; সে গোরুর ন্যায় তৃণভোজী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 “ইয়োব, বহেমোতের দিকে দেখ। আমি বহেমোৎ এবং তোমাকে সৃষ্টি করেছি। বহেমোৎ গরুর মত ঘাস খায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও বানিয়েছি; সে ষাঁড়ের মত ঘাস খায়।

অধ্যায় দেখুন কপি




ইয়োব 40:15
7 ক্রস রেফারেন্স  

তিনি গবাদি পশুদের জন্য ঘাস, আর মানুষের চাষের জন্য চারাগাছ বৃদ্ধি করেন— জমি থেকে খাদ্যদ্রব্য উৎপন্ন করেন:


পাহাড়গুলি তার কাছে তাদের উৎপন্ন দ্রব্য আনে, ও সব বুনো পশু তার কাছাকাছি খেলে বেড়ায়।


সে পাহাড়-পর্বতকে চারণভূমি করে সেখানে চরে ও সবুজ ঘাসপাতা খুঁজে বেড়ায়।


তখনই আমি তোমার কাছে স্বীকার করব যে তোমার নিজের ডান হাত তোমাকে উদ্ধার করতে পারবে।


তার কোমরে কত শক্তি আছে, তার পেটের পেশিতে কত ক্ষমতা আছে!


ঈশ্বরের সৃষ্টিকর্মের মধ্যে সেই প্রথম স্থান পেয়েছে, তবুও তার সৃষ্টিকর্তা তাঁর তরোয়াল নিয়ে তার কাছে যেতে পারেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন