ইয়োব 39:26 - বাংলা সমকালীন সংস্করণ26 “তোমার বিজ্ঞতা অনুসারেই কি বাজপাখি উড়ে যায় ও দক্ষিণ দিকে তার ডানা মেলে দেয়? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 তোমারই বুদ্ধিতে কি বাজপাখি ওড়ে, দক্ষিণ দিকে তাঁর পাখা মেলে দেয়? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 বাজপাখি কি তোমার কাছে উড়তে শেখে যখন দক্ষিণ পানে সে মেলে দেয় পাখা? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 তোমারই বুদ্ধিতে কি বাজপক্ষী উড়ে, দক্ষিণ দিকে আপন পক্ষ বিস্তার করে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 “ইয়োব, তুমি কি বাজপাখীকে ডানা মেলে দক্ষিণে উড়ে যেতে শিখিয়েছ? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 তোমার জ্ঞানের দ্বারাই কি বাজপাখি উড়ে, দক্ষিণে দিকে সে তার ডানা মেলে? অধ্যায় দেখুন |