ইয়োব 39:25 - বাংলা সমকালীন সংস্করণ25 শিঙার ঝঙ্কারে সে হ্রেষাধ্বনি করে, ‘আহা!’ সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায়, সেনাপতিদের ও যুদ্ধরবের হুঙ্কার শোনে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তূরী ধ্বনির সঙ্গে সে হ্রেষা আওয়াজ করে, দূর থেকে যুদ্ধের গন্ধ পায়, সেনাপতিদের হুঙ্কার ও সিংহনাদ শোনে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তূরীধ্বনির সঙ্গে সঙ্গে সে হ্রেষারব করে দূর থেকেই সে যুদ্ধের গন্ধ পায়, সেনাপতিদের হুঙ্কার ও গর্জন শোনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তূরীর রবের সহিত সে হ্রেষা শব্দ করে, দূর হইতে সংগ্রামের গন্ধ পায়, সেনাপতিদের হূঙ্কার ও সিংহনাদ শুনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 যখন শিঙার শব্দ হয় তখন ঘোড়া বলে ‘তাড়াতাড়ি কর!’ বহু দূর থেকে সে লড়াই এর গন্ধ পায়। সে সেনাপতিদের চিৎকার এবং শিঙার রণ ভেরী শুনতে পায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 যখনই শিঙ্গা আওয়াজ করে, সে বলে, ওহো! সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায় সেনাপতিদের গর্জ্জন এবং চিত্কার শুনে। অধ্যায় দেখুন |