ইয়োব 39:24 - বাংলা সমকালীন সংস্করণ24 প্রমত্ত উত্তেজনায় সে মাটি খেয়ে ফেলে; যখন শিঙা বাজে তখন সে আর স্থির থাকতে পারে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 সে উগ্রতায় ও ক্রোধে ভূমি খেয়ে ফেলে, তূরীবাদ্য শুনলে দাঁড়িয়ে থাকে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 প্রচণ্ড তেজে ও উন্মাদনায় সে ছুটে চলে তূরীধ্বনি শুনে সে স্থির থাকতে পারে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 সে উগ্রতায় ও রাগে ভূমি খাইয়া ফেলে, তূরীবাদ্য শুনিলে দাঁড়াইয়া থাকে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 ঘোড়া খুব উত্তেজিত হয় এবং সে অত্যন্ত দ্রুত ছোটে। ঘোড়া যখন শিঙার বাজনা শোনে তখন সে আর স্থির হয়ে দাঁড়াতে পারে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 সে উগ্রতায় এবং রাগে ভূমি খেয়ে ফেলে; শিঙ্গার আওয়াজ শুনলে, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। অধ্যায় দেখুন |