ইয়োব 39:10 - বাংলা সমকালীন সংস্করণ10 তুমি কি জিন পরিয়ে তাকে সীতায় আটকে রাখতে পারবে? সে কি তোমার পিছু পিছু উপত্যকায় চাষ করবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তুমি কি জমিতে বন্য ষাঁড়কে লাঙ্গলে বাঁধতে পার? সে কি তোমার পেছন পেছন ক্ষেতে মই দেবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তাকে কি তুমি জোয়ালে বেঁধে চাষে লাগাতে পার? তোমার জমিতে সে কি মই দিতে পারবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তুমি কি যোতে গবয়কে সীতায় বাঁধিতে পার? সে কি তোমার পশ্চাতে পশ্চাতে তলভূমিতে মই দিবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তুমি জমি চাষ করবে বলে একটি বুনো বলদ কি তোমাকে তার গলায় দড়ি পরাতে দেবে? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 একটা দড়ি দিয়ে, তুমি কি সেই ষাঁড়কে বশ করে হাল দেওয়াতে পারবে? সে কি তোমার জন্য উপত্যকায় মই দেবে? অধ্যায় দেখুন |