ইয়োব 38:32 - বাংলা সমকালীন সংস্করণ32 তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের নিজস্ব ঋতুতে চালাতে পার বা শাবকসুদ্ধ ভালুককে তার পথ দেখাতে পারো? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 রাশিগুলোকে কি স্ব স্ব ঋতুতে চালাতে পার? সপ্তর্ষি ও তার পুত্রদেরকে পথ দেখাতে পার? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 তুমি কি নক্ষত্ররাশির গতিপথ ঋতু অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পার? পার কি তুমি সপ্তর্ষিমণ্ডল ও অনুগামী নক্ষত্রদের পথনির্দেশ করতে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 রাশিগণকে কি স্ব স্ব ঋতুতে চালাইতে পার? স্বাতি ও তৎপুত্রগণকে পথ দেখাইতে পার? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 তুমি কি ঠিক সময়ে নক্ষত্রমণ্ডলীকে বার করতে পারো? তুমি কি বিরাট ভালুকটিকে তার শাবকসহ পরিচালিত করতে পারো? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের সঠিক দিনের প্রকাশ পেতে চালনা দিতে পার? তুমি কি ভাল্লুককে তার বাচ্চাদের সঙ্গে পথ দেখাতে পার? অধ্যায় দেখুন |