Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:31 - বাংলা সমকালীন সংস্করণ

31 “তুমি কি কৃত্তিকার হার গাঁথতে পারো? তুমি কি কালপুরুষের বাঁধন আলগা করতে পারো?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 তুমি কি কৃত্তিকা নক্ষত্রগুলোকে বাঁধতে পার? কালপুরুষ নামে তারার কটিবন্ধ কি খুলতে পার?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

31 তুমি কি কৃত্তিকা নক্ষত্রপুঞ্জকে একত্র সন্নিবদ্ধ করতে পারে? কিম্বা ছিন্ন করতে পার মৃগশিরা নক্ষত্রপুঞ্জের বন্ধন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 তুমি কি মৃত্তিকা নক্ষত্রের হার গাঁথিতে পার? মৃগশীর্ষের কটিবন্ধ কি খুলিতে পার?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 “ইয়োব, তুমি কি কৃত্তিকা নক্ষত্রমালাকে এক সঙ্গে বাঁধতে পারো? তুমি কি কালপুরুষের বন্ধনকে মুক্ত করতে পারো?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 তুমি কি কৃত্তিকা নক্ষত্রের হার গাঁথতে পার, অথবা কালপুরুষের বাঁধন খুলতে পার?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:31
4 ক্রস রেফারেন্স  

যিনি কৃত্তিকা ও কালপুরুষ নক্ষত্রমণ্ডলী নির্মাণ করেছেন, যিনি মধ্য রাত্রিকে প্রভাতে পরিণত করেন ও দিনকে রাতের মতো অন্ধকারময় করেন, যিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন ও ভূপৃষ্ঠের উপরে তাদের ঢেলে দেন— সদাপ্রভু তাঁর নাম।


তিনি সপ্তর্ষি ও কালপুরুষ, কৃত্তিকা ও দক্ষিণের নক্ষত্রপুঞ্জের নির্মাতা।


যখন জল জমে পাথরের মতো শক্ত হয়ে যায়, যখন জলরাশির উপরের স্তর জমাট বেঁধে যায়?


তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের নিজস্ব ঋতুতে চালাতে পার বা শাবকসুদ্ধ ভালুককে তার পথ দেখাতে পারো?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন