Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইয়োব 38:29 - বাংলা সমকালীন সংস্করণ

29 কার গর্ভ থেকে বরফ বের হয়েছে? আকাশ থেকে ঝড়ে পড়া তুষারের জন্মই বা কে দিয়েছে

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 বরফ কার গর্ভ থেকে উৎপন্ন হয়েছে? আকাশ থেকে যে তুষার পড়ে তার জন্ম কে দিয়েছে?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

29 কার গর্ভ থেকে নির্গত হয়েছে তুষার? আকাশ থেকে ঝরে পড়া হিমানীর জননীই বা কে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 নীহার কাহার গর্ভ হইতে নির্গত হইয়াছে? আকাশীয় হিমানীর জন্ম কে দিয়াছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 বরফের কি কোন জননী আছে? তুষারকে কে জন্ম দেয়?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 কার গর্ভ থেকে বরফ এসেছে? আকাশের সাদা তুষারের জন্মদাতাই বা কে?

অধ্যায় দেখুন কপি




ইয়োব 38:29
5 ক্রস রেফারেন্স  

ঈশ্বরের শ্বাস বরফ উৎপন্ন করে, ও প্রশস্ত জলরাশি হিমায়িত হয়ে যায়।


“কে দরজার আড়ালে সমুদ্রকে অবরুদ্ধ করল যখন তা গর্ভ থেকে বের হয়ে এল,


যখন গলা বরফের দ্বারা তা কালো হয়ে যায় আর তরল তুষারে ফুলেফেঁপে ওঠে,


যখন জল জমে পাথরের মতো শক্ত হয়ে যায়, যখন জলরাশির উপরের স্তর জমাট বেঁধে যায়?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন