ইয়োব 38:24 - বাংলা সমকালীন সংস্করণ24 কোনও পথ ধরে সেখানে যাওয়া যায়, যেখান থেকে বিজলি বিচ্ছুরিত হয়, বা যেখান থেকে পূর্বীয় বাতাস সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 কোন্ পথ দিয়ে আলো ছড়িয়ে পড়ে, ও পূর্বীয় বায়ু ভুবনময় ব্যাপ্ত হয়? অতিবৃষ্টির জন্য কে প্রণালী কেটেছে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 কোথা থেকে আলোক বিকীর্ণ হয়? কোথা থেকে পূবালী বাতাস বয়ে যায় পৃথিবীর উপর দিয়ে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 কোন্ পথ দিয়া দীপ্তি বিভক্ত হইয়া যায়, ও পূর্ব্বীয় বায়ু ভুবনময় ব্যাপ্ত হয়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তুমি কি কখনও সেই জায়গায় গিয়েছো যেখান থেকে সূর্য উদিত হয়, যেখান থেকে সারা পৃথিবীতে পূবের বাতাস প্রবাহিত হয়? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 কোন পথে কোথায় আলো ভাগ হয় অথবা কোথা থেকে পূর্বীয় বাতাস পৃথিবীর ওপর ছড়িয়ে পড়ে? অধ্যায় দেখুন |