ইয়োব 36:32 - বাংলা সমকালীন সংস্করণ32 তাঁর হাত তিনি বিজলিতে পরিপূর্ণ করেন ও তাকে লক্ষ্যে আঘাত হানার আদেশ দেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 তিনি তাঁর অঞ্জলি বিদ্যুতে পূর্ণ করেন, তাকে লক্ষ্যে বিধবার হুকুম দেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 তিনি আপন হস্তে তড়িৎশিখা ধারণ করেন, লক্ষ্যভেদ করার নিদের্শ দেন তাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 তিনি আপন অঞ্জলি বিদ্যুতে পূর্ণ করেন, তাহাকে লক্ষ্য বিঁধিবার আজ্ঞা দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 ঈশ্বর তাঁর হাতে বিদ্যুৎকে ধরে থাকেন এবং যেখানে তিনি চান, সেখানেই বিদ্যুৎকে আছড়ে ফেলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 তিনি তাঁর হাত বজ্রে পূর্ণ করেন এবং তাদের আদেশ দেন লক্ষে আঘাত করতে। অধ্যায় দেখুন |