ইয়োব 36:21 - বাংলা সমকালীন সংস্করণ21 সাবধান, অনিষ্টের দিকে ফিরে যাবেন না, আপনি তো দুঃখের পরিবর্তে সেটিকেই মনোনীত করেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 সাবধান, অধর্মের প্রতি ফিরবেন না, আপনি তো দুঃখভোগের চেয়ে তা-ই মনোনীত করেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 সাবধান, অধর্মের পথে পা বাড়াবেন না, অধর্ম থেকে বিরত রাখার জন্যই এই দুর্দশা আপনার উপর এসেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 সাবধান, অধর্ম্মের প্রতি ফিরিবেন না, আপনি ত দুঃখভোগ অপেক্ষা তাহাই মনোনীত করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ইয়োব, আপনি প্রচুর কষ্টভোগ করেছেন, কিন্তু মন্দকে পছন্দ করবেন না। ভুল করবেন না, সতর্ক থাকবেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 সাবধান পাপের দিকে ফিরবেন না, কারণ আপনি কষ্টে পরীক্ষিত হয়েছেন যাতে আপনি পাপ থেকে দূরে থাকেন। অধ্যায় দেখুন |