ইয়োব 35:3 - বাংলা সমকালীন সংস্করণ3 তাও আপনি তাঁকে জিজ্ঞাসা করছেন, ‘এতে আমার কী লাভ হবে, ও পাপ না করেই বা আমি কী পাব?’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 কারণ আপনি বলছেন, ধার্মিকতায় আমার কি লাভ? গুনাহ্ করলে যা হত, তার চেয়ে আমার কি বেশি লাভ হবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 আপনি বলেছেন, এতে আমার কি লাভ? পাপ না করেই বা আমি কি পেলাম? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 কারণ আপনি বলিতেছেন, আমার কি উপকার? পাপ করিলে যাহা হইত, তাহা অপেক্ষা আমার কি লাভ হইবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 এবং ইয়োব, আপনি ঈশ্বরকে জিজ্ঞাসা করেছেন, ‘কেউ যদি ঈশ্বরকে খুশী করতে চায় তাহলে সে কি পাবে? যদি আমি পাপ না করি তাহলেই বা আমার কি ভাল হবে?’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 কারণ আপনি বলেন, ‘এটা আমার জন্য কি উপকার যে আমি ধার্মিক? যদি আমার পাপ ধার্মিকতার থেকে বেশি থাকে, তবে এতে আমার এখন কি লাভ?’ অধ্যায় দেখুন |