ইয়োব 31:32 - বাংলা সমকালীন সংস্করণ32 কিন্তু কোনও আগন্তুককে পথে রাত কাটাতে হয়নি, যেহেতু আমার দরজা সবসময় পথিকদের জন্য খোলা ছিল— অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 কোনও বিদেশী পথে রাত যাপন করতো না, কারণ পথিকদের জন্য আমি দরজা খুলে রাখতাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 পথিকেরা কখনও পথে রাত কাটায় নি, আমার দরজা তাদের জন্য সর্বদা খোলা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 বিদেশী পথে রাত্রি যাপন করিত না, পথিকদের জন্য আমি দ্বার খুলিয়া রাখিতাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 আমি সর্বদাই ভবঘুরেদের আমার ঘরে ডেকে এনেছি যাতে ওদের রাস্তায় ঘুমাতে না হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 বিদেশীদের কখনও শহরের চকে থাকতে হয়নি; বরং, আমি সবদিন পথিকদের জন্য দরজা খুলে দিয়েছি অধ্যায় দেখুন |