ইয়োব 3:19 - বাংলা সমকালীন সংস্করণ19 ছোটো ও বড়ো—সবাই সেখানে আছে, আর ক্রীতদাসেরা তাদের প্রভুদের হাত থেকে মুক্ত হয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 সেই স্থানে ছোট বড় একই এবং গোলাম তার মালিক থেকে মুক্ত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 ক্ষুদ্র ও মহান-সেখানে সকলেরই বাস ক্রীতদাসের সেখানে মুক্তি খুঁজে পায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 সেই স্থানে ছোট বড় একই, এবং দাস আপন স্বামী হইতে মুক্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 কবরে সব রকমের লোকই রয়েছে—গুরুত্বপূর্ণ লোক এবং যারা গুরুত্বপূর্ণ নয় তারাও রয়েছে। এমনকি একজন দাসও তার প্রভুর কবল থেকে মুক্ত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 সেখানে ছোট এবং বড় আছে; দাস সেখানে মালিকের থেকে মুক্ত। অধ্যায় দেখুন |