ইয়োব 24:24 - বাংলা সমকালীন সংস্করণ24 অল্প কিছুকালের জন্য তারা উন্নত হয়, ও পরে তারা সর্বস্বান্ত হয়; তাদের অবনত করা হয় ও অন্য সকলের মতো সংগ্রহ করা হয়; শস্যের শিষের মতো তাদের কেটে ফেলা হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তারা উঁচু হয়, ক্ষণকাল গেলে তারা থাকে না, তারা নত হয়ে পরে, ঘাসের মত ম্লান হয়ে যায়, শস্যের শীষের মতই শুকয়ে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 অল্পকালের জন্য তাদের সমৃদ্ধি হয়, পরে তারা আগাছার মত, ফসলের কাটা শীষের মতই শুকিয়ে যায়–— অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তাহারা উচ্চ হয়, ক্ষণকাল গেলে তাহারা নাই, তাহারা নত হয়, অন্য সকলের ন্যায় অপনীত হয়, শস্যের শীষাগ্রের ন্যায় ছিন্ন হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 মন্দ লোকরা অল্প সময়ের জন্য সফল হতে পারে, কিন্তু তারাও চলে যাবে। আর লোকদের মত তাদেরও ফসলের মত কেটে ফেলা হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 এই লোকেরা এখনও গর্বিত, কেবল কিছুক্ষণের মধ্যে, তারা চলে যাবে; সত্যি, তাদের নত করা হবে; তাদের একত্র করা হবে অন্যদের মত; তারা শস্যের আগার মত কাটা যাবে। অধ্যায় দেখুন |