ইয়োব 24:18 - বাংলা সমকালীন সংস্করণ18 “তবুও তারা জলের উপরে ভেসে থাকা ফেনা; দেশে তাদের বরাদ্দ অধিকার শাপগ্রস্ত হয়, তাই কেউ দ্রাক্ষাক্ষেতে যায় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 এই রকম লোক স্রোতের বেগে চালিত ঘাসের মত; দেশে তাদের অধিকার শাপগ্রস্ত হয়, তারা আর আঙ্গুর-ক্ষেতের পথে বিহার করে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তোমরা বল: তারা বন্যার স্রোতে ভেসে যায় তাদের জমিজমার উপরে থাকে ঈশ্বরের অভিশাপ, তাদের আঙুর ক্ষেতে কেউ আঙুর পিষতে যায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 এরূপ লোক স্রোতের বেগে চালিত তৃণস্বরূপ; দেশে তাহাদের অধিকার শাপগ্রস্ত হয়, তাহারা আর দ্রাক্ষাক্ষেত্রের পথে বিহার করে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 “তুমি দাবী কর যে মন্দ লোকরা শুধু জলে ভাসমান খড়ের মত। তারা যে জমি অর্জন করে তা অভিশপ্ত, তাই তারা তাদের জমি থেকে দ্রাক্ষা সংগ্রহ করতে পারে না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 যাইহোক, তারা দ্রুতগতিতে চলে যায়, ঠিক জলের ওপরে ভেসে থাকা ফেনার মত; তাদের জমির অংশ অভিশপ্ত; তাদের আঙ্গুর ক্ষেতে কেউ কাজে যায় না। অধ্যায় দেখুন |