ইয়োব 23:7 - বাংলা সমকালীন সংস্করণ7 সেখানে তাঁর সামনে ন্যায়পরায়ণ লোকেরা তাদের সরলতা প্রতিষ্ঠিত করতে পারে, ও সেখানেই আমি চিরতরে আমার বিচারকের হাত থেকে মুক্ত হব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 সেখানে সরল লোক তার সঙ্গে বিচার করতে পারে, এবং আমি আমার বিচারকর্তা থেকে চিরতরে উদ্ধার পেতে পারি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 এক ন্যায়পরায়ণ ব্যক্তি তাঁর সম্মুখে যুক্তিবিন্যাস করত, আমার বিচারক চিরকালের জন্য আমাকে মুক্তি দিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তথায় সরল লোক তাঁহার সহিত বিচার করিতে পারে, এবং আমি আপন বিচারকর্ত্তা হইতে চিরতরে উদ্ধার পাইতে পারি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 সেখানে একটি ন্যায়পরায়ণ লোক ঈশ্বরের সঙ্গে তর্ক করতে পারে। তখন আমার বিচারক আমাকে মুক্তি দিতে পারেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 সেখানে সরল লোক হয়ত তাঁর সঙ্গে বিচার করতে পারে। এই ভাবে আমি হয়ত আমার বিচারকের থেকে চিরকালের মত মুক্তি পেতে পারি। অধ্যায় দেখুন |