ইয়োব 22:17 - বাংলা সমকালীন সংস্করণ17 তারা ঈশ্বরকে বলেছিল, ‘আমাদের ছেড়ে দাও! সর্বশক্তিমান আমাদের কী করবেন?’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তারা আল্লাহ্কে বলতো, আমাদের কাছ থেকে দূর হও; সর্বশক্তিমান আমাদের কি করবেন? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তারা ঈশ্বরকে বলেছিল: আমাদের কাছ থেকে দূর হয়ে যাও, বলেছিল: সর্বশক্তিমান আমাদের কি করতে পারেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তাহারা ঈশ্বরকে বলিত, আমাদের নিকট হইতে দূর হও; সর্ব্বশক্তিমান্ আমাদের কি করিবেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ঐ লোকগুলো ঈশ্বরকে বলেছিলো: ‘আমাদের একা ছেড়ে দিন!’ এবং এও বলেছিল, ‘সর্বশক্তিমান ঈশ্বর আমাদের জন্য কিছুই করতে পারবেন না!’ অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 যারা ঈশ্বরকে বলে, ‘আমাদের থেকে চলে যাও;’ যারা বলে, ‘সর্বশক্তিমান আমাদের কি করবেন?’ অধ্যায় দেখুন |