ইয়োব 21:32 - বাংলা সমকালীন সংস্করণ32 তাদের কবরে বয়ে নিয়ে যাওয়া হয়, ও তাদের সমাধিতে পাহারা বসানো হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 আর সে কবরে নীত হবে, লোকে তার কবর-স্থান পাহারা দেবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 সে কবরে গেলে তার কবরে পাহারা বসানো হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 আর সে কবরে নীত হইবে, লোকে তাহার কবর-স্থান চৌকি দিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 যখন দুষ্ট ব্যক্তিকে কবরে বয়ে নিয়ে যাওয়া হয়, তার কবরের কাছে একজন রক্ষী দাঁড়িয়ে থাকে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 তবুও সে কবরে জন্ম নেবে; লোকেরা তার কবরের ওপর লক্ষ রাখবে। অধ্যায় দেখুন |