ইয়োব 21:23 - বাংলা সমকালীন সংস্করণ23 কেউ কেউ পূর্ণ প্রাণশক্তি থাকাকালীনই মারা যায়, যখন সে পুরোপুরি নিরাপদ ও স্বচ্ছন্দে থাকে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 কেউ সম্পূর্ণ বলবান অবস্থায় মরে, সব রকম বিশ্রাম ও শান্তি থাকতে মরে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 কেউ কেউ পূর্ণ সমৃদ্ধির মাঝে মারা যায়, সারা জীবন তারা আরাম-আয়েসে থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 কেহ সম্পূর্ণ বলবান অবস্থায় মরে, সর্ব্ববিধ বিশ্রাম ও শান্তি থাকিতে মরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 একজন লোক পরিপূর্ণ এবং সফল জীবন অতিবাহিত করে মারা যায়। সে সম্পূর্ণ আরাম ও নিরাপত্তার জীবন কাটিয়ে ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 একজন মানুষ তার পূর্ণ শক্তিতে মারা যায়, একেবারে শান্তিতে এবং আরামে। অধ্যায় দেখুন |