ইয়োব 21:10 - বাংলা সমকালীন সংস্করণ10 তাদের ষাঁড়গুলি বংশবৃদ্ধি করতে ব্যর্থ হয় না; তাদের গাভীগুলি বাছুরের জন্ম দেয় ও তাদের গর্ভস্রাব হয় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তাদের ষাঁড় সঙ্গম করলে তা ব্যর্থ হয় না; গাভীর গর্ভসঞ্চার হলে তার গর্ভপাত হয় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তাদের পশুপালের বংশবৃদ্ধি হয়, নির্বিঘ্নে তাদের পশুরা শাবক প্রসব করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তাহাদের বৃষ সঙ্গম করিলে তাহা ব্যর্থ হয় না; গাভী গাভীন হইলে তাহার গর্ভপাত হয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তাদের বলদগুলো সঙ্গম করতে কখনো অপারগ নয়। তাদের গাভীগুলোর বাছুর হয় এবং জন্মের সময়ে বাছুরগুলো মরে যায় না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 তাদের ষাঁড় বংশ বৃদ্ধি করে; তা এটা করতে ব্যর্থ হয় না; তাদের গরু বাচ্চা জন্ম দেয় এবং গাভীন তার বাছুর হারায় না। অধ্যায় দেখুন |