ইয়োব 20:25 - বাংলা সমকালীন সংস্করণ25 সে তার পিঠ থেকে সেটি টেনে বের করবে, তার যকৃৎ থেকে সেই চক্মকে ফলাটি বের করবে। আতঙ্ক তার উপরে নেমে আসবে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 সে তীর টানলে তা তার অঙ্গ থেকে বের হয়, তার পিত্ত থেকে চক্মকে তীরের ফলা বের হয়, নানা রকম ত্রাস তাকে আক্রমণ করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 সেই তীর তার দেহ ভেদ করবে, তার ফলা থেকে ঝরবে তাজা রক্ত, আতঙ্ক তাকে গ্রাস করবে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 সে বাণ টানিলে তাহা তাহার অঙ্গ হইতে বাহির হয়, তাহার পিত্ত হইতে চক্মকে বাণাগ্র নির্গত হয়, নানাবিধ ত্রাস তাহাকে আক্রমণ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 তাম্র শর ওদের শরীর ভেদ করে যাবে এবং ওদের পিঠ ফুঁড়ে বের হবে। তীরের তীক্ষ্ণ ফলা ওদের প্লীহা ভেদ করে যাবে এবং ওরা ভয়ে শিউরে উঠবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 তীর তার পিঠ ভেদ করবে এবং বেরিয়ে আসবে; সত্যি, তীরের চকচকে আগাটা তার যকৃত থেকে বেরিয়ে আসবে; আতঙ্ক তার ওপরে আসবে। অধ্যায় দেখুন |