ইয়োব 14:19 - বাংলা সমকালীন সংস্করণ19 জল যেভাবে পাথরকে ক্ষয় করে ও তীব্র স্রোত যেভাবে মাটি ধুয়ে নিয়ে যায়, সেভাবে তুমি একজন লোকের আশা ধ্বংস করছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 পানি পাষাণকেও ক্ষয় করে, তার বন্যা ভূমির ধূলি ভাসিয়ে নিয়ে যায়; তদ্রূপ তুমি মানুষের আশা ক্ষয় করছো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 জলস্রোতে যেমন পাথর ক্ষয়ে যায়, বন্যা যেমন ভাসিয়ে নিয়ে যায় মাটি, তেমনি তুমি বিধ্বস্ত কর মানুষের আশা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 জল পাষাণকেও ক্ষয় করে, তাহার বন্যা ভূমির ধূলি ভাসাইয়া লইয়া যায়; তদ্রূপ তুমি মর্ত্ত্যের আশা ক্ষয় করিতেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 তাদের ওপর দিয়ে জলরাশি প্রবাহিত হয়ে তাদের ধুয়ে নিয়ে যায়। বন্যা ভূমির মাটিকে ধুয়ে নিয়ে যায়। সেই ভাবেই হে ঈশ্বর, আপনি একজন মানুষের আশা এবং ইচ্ছা ধ্বংস করেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 জল পাথরকে ক্ষয় করে; বন্যা পৃথিবীর ধূলোকে ধুয়ে নিয়ে যায়। এই ভাবে, তুমি মানুষের আশা ধ্বংস কর। অধ্যায় দেখুন |