ইষ্রা 8:34 - বাংলা সমকালীন সংস্করণ34 প্রত্যেকটি দ্রব্যসামগ্রীর গণনা করে ওজন করা হয়েছিল এবং সেগুলি সেই সময়ে যথাযথভাবে লেখা হয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 সমস্ত দ্রব্য গণনা ও ওজন করে দেওয়া হল এবং সেই সময়ে সমস্ত ওজনের পরিমাণ লেখা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 সমস্ত দ্রব্য গণনা ও ওজন করা হল এবং সেগুলির তালিকা তৈরি করে রাখা হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 সমস্ত দ্রব্য গণনা ও তৌল করিয়া দেওয়া হইল, এবং সে সময়ে সমস্ত তৌলের পরিমাণ লিখিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 আমরা সামগ্রীগুলি ওজন করে মোট ওজনের পরিমাণ নথিভুক্ত করেছিলাম। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 সমস্ত দ্রব্য হিসাব করে মেপে দেওয়া হল এবং সে দিনের সমস্ত ওজনের পরিমাণ লেখা হল৷ অধ্যায় দেখুন |