ইষ্রা 8:16 - বাংলা সমকালীন সংস্করণ16 সেইজন্য আমি ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইলনাথন, যারিব, ইল্নাথন, নাথন, সখরিয় ও মশুল্লম প্রভৃতি নেতৃবৃন্দকে ডাকলাম এবং সেই সঙ্গে যোয়ারীব ও ইল্নাথন নামে দুজন প্রাজ্ঞ ব্যক্তিকেও ডেকে পাঠালাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তখন আমি ইলীয়েষর, অরীয়েল, শমরিয়, ইল্নাথন, যারিব, ইল্নাথন, নাথন, জাকারিয়া ও মশুল্লম এসব প্রধান লোককে এবং যোয়ারীব ও ইল্নাতন নামে দু’জন শিক্ষককে ডাকতে পাঠালাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তখন আমি ইলীয়েষর, অরীয়েল শময়িয়, ইল্নাথন, সখরিয় ও মশুল্লম প্রমুখ নেতাদের এবং যোয়ারীব ও ইল্নাথন নামে দুইজন জ্ঞানী ব্যক্তিকে ডাকতে পাঠালাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তখন আমি ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইল্নাথন, যারিব, ইল্নাথন, নাথন, সখরিয়, ও মশুল্লম এই সকল প্রধান লোককে, এবং যোয়ারীব ও ইল্নাথন নামে দুই জন শিক্ষককে ডাকিতে পাঠাইলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইল্নাথন, যারিব, ইল্নাথন, নাথন, সখরিয় ও মশুল্লম প্রভৃতি নেতৃবৃন্দকে এবং অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তখন আমি ইলীয়েষর, অরীয়েল, শমরিয়, ইলনাথন, যারিব, ইলনাথন, নাথন, সখরিয় ও মশুল্লম এই সমস্ত প্রধান লোককে এবং যোয়ারীব ও ইলনাথন নামে দুজন শিক্ষককে ডাকলাম৷ অধ্যায় দেখুন |