ইষ্রা 7:16 - বাংলা সমকালীন সংস্করণ16 এছাড়া ব্যাবিলনের সমস্ত প্রদেশ থেকে যত সোনা ও রুপা সংগ্রহ করতে পারেন ও সমস্ত যাজক ও লোকেরা জেরুশালেমে তাদের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে যা কিছু স্বেচ্ছাদান তারা দেবে সেগুলিও সঙ্গে নিয়ে যান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর তুমি ব্যাবিলনের সমস্ত প্রদেশে যত রূপা ও সোনা পেতে পার এবং লোকেরা ও ইমামেরা তাঁদের আল্লাহ্র জেরুশালেমের গৃহের জন্য ইচ্ছাপূর্বক যা নিবেদন করে, সেসব যেন সেই স্থানে নিয়ে যাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 ইসরায়েলের আরাধ্য ঈশ্বর জেরুশালেমে যাঁর আবাস, তাঁকে উপহার নিবেদনের জন্য তুমি সমগ্র ব্যাবিলন প্রদেশ থেকে যে স্বর্ণ ও রৌপ্য সংগ্রহ করেছ এবং ইসরায়েলী ভক্ত ও যাজকেরা যে স্বেচ্ছাকৃত দান সংগ্র করেছে সে সকলও তেমাকে নিয়ে যেতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর তুমি বাবিলের সমস্ত প্রদেশে যত রৌপ্য ও স্বর্ণ পাইতে পার, এবং লোকেরা ও যাজকেরা আপন ঈশ্বরের যিরূশালেমস্থ গৃহের নিমিত্ত ইচ্ছাপূর্ব্বক যাহা নিবেদন করে, সে সমস্ত যেন সেই স্থানে লইয়া যাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 এছাড়াও, তোমাকে যদি কেউ জেরুশালেমে ঈশ্বরের মন্দিরের জন্য উপহার দিতে চায় এবং তোমার লোকেদের এবং বাবিলের যে কোন প্রদেশে বসবাসকারী যাজকগণ ও লেবীয়দের সব উপহারও তোমাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 আর তুমি বাবিলের সমস্ত প্রদেশের যত রূপা ও সোনা পেতে পার এবং লোকেরা যাজকেরা নিজের ঈশ্বরের যিরূশালেমের বাড়ির জন্য যা কিছু দান দিতে ইচ্ছা করে, সেই সব যেন সেখানে নিয়ে যাও৷ অধ্যায় দেখুন |