ইষ্রা 7:14 - বাংলা সমকালীন সংস্করণ14 সম্রাট ও তাঁর সপ্ত মন্ত্রণাদাতা দ্বারা, যিহূদা ও জেরুশালেমে ঈশ্বরের যে বিধিবিধান আপনার অধিকারে আছে, আপনি সে সকল অনুসন্ধানের জন্য সেখানে প্রেরিত হচ্ছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 কেননা তুমি বাদশাহ্ ও তাঁর সপ্ত মন্ত্রী কর্তৃক প্রেরিত হলে, যেন তোমার আল্লাহ্র যে শরীয়ত তোমার হাতে আছে, সেই অনুসারে তুমি এহুদার ও জেরুশালেমের তত্ত্বানুসন্ধান কর, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তোমার ঈশ্বরের প্রদত্ত বিধি-ব্যবস্থা যা তোমার উপর ন্যস্ত হয়েছে, সেগুলি কিরূপে জেরুশালেম ও যিহুদীয়া প্রদেশে প্রতিপালিত হয়, তার অনুসন্ধান করতে আমি ও আমার সাতমন্ত্রী তোমাকে পাঠাচ্ছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 কেননা তুমি রাজা ও তাঁহার সপ্ত মন্ত্রী কর্ত্তৃক প্রেরিত হইলে, যেন তোমার ঈশ্বরের যে ব্যবস্থা তোমার হস্তে আছে, তদনুসারে তুমি যিহূদার ও যিরূশালেমের তত্ত্বানুসন্ধান কর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 ইষ্রা, তোমাকে আমি ও আমার সাতজন মন্ত্রীর দায়িত্ব দিলাম, তুমি অতি অবশ্য যিহূদা ও জেরুশালেমে গিয়ে স্বয়ং পর্যবেক্ষণ করবে, সেখানে তোমার ব্যক্তিবর্গ ঈশ্বরের বিধিগুলি কতদূর পালন করছে। আর সেই বিধি তো তোমার সঙ্গেই আছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 কারণ তোমাকে রাজা ও তাঁর সাতজন মন্ত্রী পাঠালেন, যেন তোমার ঈশ্বরের যে ব্যবস্থা তোমার হাতে আছে, সেই অনুসারে তুমি যিহূদার ও যিরূশালেমের বিষয়ে খোঁজ করে দেখ, অধ্যায় দেখুন |