ইষ্রা 5:1 - বাংলা সমকালীন সংস্করণ1 ভাববাদী হগয় ও ইদ্দোর বংশোদ্ভূত ভাববাদী সখরিয় ইস্রায়েলের সহবর্তী, তাদের আরাধ্য ঈশ্বরের নামে যিহূদা ও জেরুশালেমের ইহুদিদের কাছে প্রত্যাদেশ ঘোষণা করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 পরে হগয় নবী ও ইদ্দোর পুত্র জাকারিয়া, এই দু’জন নবী এহুদা ও জেরুশালেমের ইহুদীদের কাছে ভবিষ্যদ্বাণী তবলিগ করতে লাগলেন; ইসরাইলের আল্লাহ্র নামে তাদের কাছে ভবিষ্যদ্বাণী তবলিগ করতে লাগলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 এই সময় হগয় ও ইদ্দোর পুত্র সখরিয়, এই দুই প্রবক্তা যিহুদীয়া ও জেরুশালেমের ইহুদীদের কাছে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের প্রত্যাদেশ ঘোষণা করতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 পরে হগয় ভাববাদী ও ইদ্দোর পুত্র সখরিয়, এই দুই জন ভাববাদী যিহূদা ও যিরূশালেমস্থ যিহূদীদের নিকটে ভাবোক্তি প্রচার করিতে লাগিলেন; ইস্রায়েলের ঈশ্বরের নামে তাহাদের কাছে ভাবোক্তি প্রচার করিতে লাগিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 সেই সময় হগয় ও ইদ্দোর পুত্র সখরিয় ভাববাদীদ্বয় প্রভুর নামে ভবিষ্যৎ বাণী করে জেরুশালেম ও যিহূদার লোকদের উদ্দীপিত করতে লাগলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 পরে হগয় ভাববাদী ও ইদ্দোরের ছেলে সখরিয়, এই দুজন ভাববাদী যিহূদা ও যিরূশালেমের ইহুদীদের কাছে ভাববাণী প্রচার করতে লাগলো; ইস্রায়েলের ঈশ্বরের নামে তাদের কাছে ভাববাণী প্রচার করতে লাগলো৷ অধ্যায় দেখুন |