ইষ্রা 4:8 - বাংলা সমকালীন সংস্করণ8 প্রদেশপাল রহূম, সচিব শিম্শয় সম্রাট অর্তক্ষস্তের কাছে জেরুশালেমের বিরুদ্ধে অভিযোগ করে সেই পত্র লিখেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 রহূম মন্ত্রী ও শিম্শয় লেখক জেরুশালেমের বিরুদ্ধে বাদশাহ্ আর্টা-জারেক্সের কাছে এই মর্মে পত্র লিখল; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 রাজ্যপাল রহুম এবং ঐ প্রদেশের সচিব শিমশয়ও জেরুশালেম সম্পর্কে নিম্নলিখিত পত্রিট পাঠালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 রহূম মন্ত্রী ও শিম্শয় লেখক যিরূশালেমের বিরুদ্ধে অর্তক্ষস্ত রাজার নিকটে এই মর্ম্মে পত্র লিখিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তারপর সেনাপতি রহূম এবং সচিব শিমশয় রাজা অর্তক্ষস্তের কাছে জেরুশালেমের লোকদের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন। তাঁরা এইরূপ লিখেছিলেন: অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 রহূম মন্ত্রী ও শিমশয় লেখক যিরূশালেমের বিরুদ্ধে অর্তক্ষস্ত রাজার কাছে এই ভাবে চিঠি লিখল; অধ্যায় দেখুন |